হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি

বাংলা নিউজ ২৪ হিলি স্থলবন্দর প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ২১:৫৮

দিনাজপুর: গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কাঁচামরিচের দাম। মূল্য স্থিতিশীল রাখতে দীর্ঘ ১০ মাস পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। 


 সরকার অনুমতি দেওয়ায় এখন পর্যন্ত এ বন্দর দিয়ে ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির জন্য এলসি খোলা হয়েছে বলে জানা গেছে।   আমদানিকারক প্রতিষ্ঠান সততা বাণিজ্যালয় সোমবার (২৬ জুন) দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করে। এর আগে গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল।   এদিকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হিলি বাজারে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা দাম কমেছে। রোববার (২৫ জুন) হিলিতে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকা কেজিদরে। হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন জানান, সরকারি অনুমোদন না থাকায় কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও