কী হচ্ছে, কেন হচ্ছে
২০১৭ সালের পর থেকে নীলক্ষেত এলাকা মাঝে মাঝেই অবরোধে পড়ে। এখন অনেকটাই যেন মুক্ত হয়েছে। সবাই জেনে গেছে এখন নীলক্ষেতে অবরোধ হওয়া মানেই সাত কলেজের আন্দোলন। সম্ভবত সাত কলেজের দুটো কলেজ (ইডেন কলেজ ও ঢাকা কলেজ) নীলক্ষেতের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হওয়ায় আন্দোলনের ক্ষেত্রটি নীলক্ষেত মোড় হয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন যে, এই কলেজগুলোতে শিক্ষার মান বাড়ানোর জন্যই মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি পুরনো এবং খ্যাতিসম্পন্ন সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে এই সাতটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত হওয়ার আগে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল। এই কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
বেশ আলোড়ন তৈরি করেই এই সাত কলেজ অন্তর্ভুক্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই যে, অধিভুক্তির শুরু থেকে নানা বিষয়ে আন্দোলন শুরু হয় সাত কলেজের শিক্ষার্থীদের। প্রথমদিকে বিষয়টিকে সে সময়কার দুই ভিসির লড়াই হিসেবে দেখছিলেন অনেকেই। যতদূর মনে পড়ে ২০১৭ সালের ২০ জুলাই থেকেই এই আন্দোলনের সূচনা। সেই বছরেই নির্ধারিত সময়ে ফল প্রকাশ ও পরীক্ষা নেওয়ার দাবিতে প্রথম আন্দোলন শুরু করে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সেই আন্দোলন শেষ পর্যন্ত অনেক দূর গড়ায়। চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর। কেননা আন্দোলন দমন করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ এবং সেই গ্যাসের শেলে দৃষ্টিশক্তি চলে যায় সিদ্দিকুরের। সেখানেই থামেনি সেই আন্দোলনের রেশ। সেই আন্দোলনে এক হাজারের বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।