![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252Fc107da30-967d-4c3d-8cff-cef4e3af1e6d%252FFBr24DWXsAQsBgx.jpg%3Frect%3D0%252C0%252C823%252C463%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
তাঁরাই ঠিক করেন রোনালদো–হলান্ডদের গন্তব্য
গত বছরের ৩০ এপ্রিল মারা যান ‘সুপার এজেন্ট’ মিনো রাইওলা। তাঁর মৃত্যুর পর আর্লিং হলান্ড-পল পগবাসহ অনেক তারকা ফুটবলার শোক প্রকাশ করে বার্তা দিয়েছিলেন। ইতালিয়ান বংশোদ্ভূত রাইওলা কখনো পেশাদার ফুটবল খেলেছেন বা কোচিং করিয়েছেন এমন কোনো তথ্য নেই। কিন্তু এরপরও তাঁর জন্য ফুটবলারদের এত শোক দেখে অনেকে অবাক হয়েছিলেন। বাস্তবতা হচ্ছে, কখনো ফুটবল না খেলেও রাইওলা ছিলেন ফুটবলের প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। ফুটবল অঙ্গনে যাঁর পরিচিতি ছিল সুপার এজেন্ট হিসেবে।
তবে রাইওলা একা নন, ফুটবলারদের ভবিষ্যৎ নির্ধারণের কারিগর হিসেবে এ তালিকায় আছেন আরও অনেকে। যাঁদের মূল কাজ দলবদলের সময় ক্লাবগুলোতে ফুটবলারদের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের হয়ে দর-কষাকষি করে কাঙ্ক্ষিত ক্লাবে পৌঁছে দেওয়া। নিজেদের স্বার্থেই ক্লাব এবং ফুটবলার উভয় পক্ষের কাছেই ফুটবল এজেন্টরা আলাদা গুরুত্ব পেয়ে থাকেন। এ জন্য বড় অঙ্কের অর্থও পেয়ে থাকেন তাঁরা।