কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পশুর হাট

বিডি নিউজ ২৪ ফেনী প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ২২:৩৯

মহাসড়কে পশুর হাট বসানোর বিষয়ে সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসেছে হাট। মহাসড়কের ঢাকামুখী লেনে গরু, ছাগল বেঁধে চলছে বেচাকেনা।


রোববার দুপুর থেকে সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এই হাটের কার্যক্রম শুরু হয়। এতে মহাসড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।


তবে রাত পর্যন্ত এ বিষয়ে পুলিশ প্রশাসনকে তৎপর হতে দেখা যায়নি।


এ এলাকায় কোরবানির পশু বেচাকেনার জন্য নির্ধারিত স্থান হলো মোহাম্মদ আলী বাজার। দুপুরে এই হাটে বিক্রির জন্য গরু-ছাগল উঠতে শুরু করে।


এক পর্যায়ে সেটি বাজারের সীমানা ছাড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে মহাসড়কের যাত্রী ও মালবাহী পরিবহনগুলো, তৈরি হয় যানজট।

মোহাম্মদ আলী হাটে পশু কিনতে এসেছিলেন আমজাদ হোসেন। তিনি বলেন, মহাসড়কের উপর এভাবে হাট বসানোয় জীবনের ঝুঁকি নিয়ে ক্রেতাদের পশু কিনতে হচ্ছে। এতে ক্রেতার ভোগান্তিই কেবল বেড়েছে।


জীবন ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে হাট বসানোয় ক্ষোভ প্রকাশ করেন আরেক ক্রেতা আবদুল্লাহ আল মামুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও