মেসি যেমন ভেবেছিলেন তেমন ছিল না প্যারিস

সমকাল প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১১:০১

পিএসজির সঙ্গে লিওনেল মেসির শুরুটা আর শেষটা একেবারে মেলেনি। এই দুই অংশ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ, যেটা মেসিও টের পেয়েছেন ভালোভাবে। সে জন্য আর প্যারিসে থাকার ইচ্ছা জাগেনি তাঁর। তবে শেষদিকে মেসিকে যেভাবে দুয়ো শুনতে হয়েছিল, তাতে অনেকেই এর বিরুদ্ধে আঙুল তোলেন। খেলাধুলাবিষয়ক ফরাসি চ্যানেল আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সামনেও ছুড়ে দেওয়া হয় সেই প্রশ্ন। উত্তরে মেসি অনেকটা এভাবে জানিয়ে দেন, সেটা তাদের ব্যাপার।


মেসির কাছে ইতিবাচক দিকগুলো স্পেশাল, মনে রাখার মতো। আর নেতিবাচক দিকগুলো ভুলে যাওয়ার। তাঁর কথায় যেন তেমনটাই ফুটে উঠেছে, ‘দেখুন প্রথম দিকের সময়গুলো দারুণ ছিল। তারা আমাকে অনেক বেশি উৎসাহ জুগিয়েছিল, কিন্তু একটা সময় এসে অনেকেই এই আচরণটা (দুয়োধ্বনি) শুরু করে। তবে আমি বলব, তখনও সিংহভাগ দর্শক ছিল ভিন্ন পথে। তারা আমার থেকে ভালো কিছুর আশা করত। আসলে এটা আমার মনে রাখার কিছু নয়। একই কাজটা কিন্তু কিলিয়ান ও নেইমারের সঙ্গেও হয়েছে। এটা তাদের পদ্ধতি, তারা যা করে খুশি থাকে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে সেই স্মৃতিগুলো বেশ মনে পড়ছে, যারা আমার পাশে সর্বদা ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও