You have reached your daily news limit

Please log in to continue


নতুন শুরুর অপেক্ষায় নাঈম

জাতীয় দলের নেটে মোস্তাফিজুর রহমানকে সহজে বিস্মিত হতে দেখা যায় না। তিনি অনুশীলনে আসেন। হাসিঠাট্টা করেন। নিজের যা করার তা করে ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু গত পরশু নিজের বোলিংয়ে মোহাম্মদ নাঈমের একটি শট দেখে একটু যেন অবাকই হলেন এই বাঁহাতি পেসার। অফ স্টাম্পের বাইরের ভালো লেংথের বলে নাঈম লফটেড ড্রাইভ করলেন কল্পিত মিড অনের ওপর দিয়ে। শুধু মোস্তাফিজ নন, নেটের পেছনে দাঁড়ানো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাততালি দেখে মনে হয়েছে, তিনিও বেশ খুশি।

মোস্তাফিজের অবাক হওয়ার কারণটা পরে পরিষ্কার হলো। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দুই বছর পর জাতীয় দলে ফেরা নাঈমকে সাধারণত মিড অন বা কাভারের ওপর দিয়ে খেলা ওই শটটা খেলতে দেখা যেত না। সম্প্রতি তিনি এই শটটা আয়ত্ত করেছেন। স্পিনারদের বিপক্ষে সুইপ শটও নাঈমের অস্ত্রাগারের নতুন সংযোজন। এ তো গেল ক্রিকেটীয় দক্ষতার কথা। নাঈমের দ্রুত রান করার মানসিকতার কথা না বললেই নয়। টিকে থাকতে হলে মেরে খেলতে হবে, এই ভাবনায় ব্যাটিং করেই এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান (৯৩২ রান, ৯১.৬৪ স্ট্রাইক রেট) করেছেন নাঈম। যে পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন