You have reached your daily news limit

Please log in to continue


ওয়ার্নের জহুরির চোখ, সেই রেহানের সামনে ১৪৬ বছরের পুরোনো রেকর্ড

অ্যাশেজের লর্ডস টেস্টের দল ডাক পেয়েছেন রেহান আহমেদ—শেন ওয়ার্ন কি খবরটা শুনেছেন? এক বছর আগে অনন্তলোকে পাড়ি দেওয়া কিংবদন্তি স্পিনার যদি বেঁচে থাকতেন, হয়তো মুচকি হেসে মুখ ফুটে বলেও ফেলতেন, ‘আমি তো আগেই বলেছিলাম।’

১৩ বছর বয়সী রেহানের লেগ স্পিন দেখে ওয়ার্ন বলেছিলেন ‘দুর্দান্ত’, ‘অসাধারণ’। বলেছিলেন, ‘তোমার দিকে আমার চোখ থাকবে।’ সেই রেহান এখন ১৮ বছর বয়সে অ্যাশেজ খেলার অপেক্ষায়। ইংল্যান্ড তাঁকে ৩৬ বছর বয়সী মঈন আলীর বিকল্প ভাবনা থেকে লর্ডস টেস্টের দলে নিয়েছে। আঙুলে চোট পাওয়া মঈন যদি সময়মতো সুস্থ হয়ে না ওঠেন, লর্ডসেই অ্যাশেজ অভিষেক হবে রেহানের। গড়বেন দারুণ এক রেকর্ডও। ১৮৭৭ সালের পর রেহানের বয়সী কারও অ্যাশেজ অভিষেক হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন