আরও বেড়েছে জিরার দাম, কাঁচা মরিচ দ্বিগুণ
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশ কিছু সবজির দাম বেড়েছে। আগের চেয়ে আরও বেড়েছে জিরা ও চিনির দাম। শুক্রবার (২৩ জুন) বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে দ্বিগুণের বেশি দামে। তবে এসব পণ্যর দাম বৃদ্ধির কারণ বলতে পারছে না কোনও বিক্রেতাই। তাদের উত্তর সহজ, তারা বেশি দামে কিনেছে বলেই বেশি দামে বিক্রি করছে।
শুক্রবার (২৩ জুন) মিরপুর ১ নম্বরের কাঁচা বাজার সরেজমিন দেখা যায় সবজির দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে করল্লার দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা, আজ তা ৭০ থেকে ৮০। টমেটোর দাম এক সপ্তাহ আগেও ছিল ১০০ টাকা কেজি, এখন সেটা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। পটল ছিল ৬০ টাকা কেজি, এখন ৭০ টাকার ওপরে। বরবটি ছিল ৭০, এখন ৮০ টাকা কেজি। ধনেপাতা ছিল ১২০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
গত সপ্তাহে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি। আজ সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজিতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে ১২০-১৪০ টাকা। দাম বাড়ার কারণ জানতে চাইলে একটি দোকানের কাঁচা মরিচ বিক্রেতা মো. মনির দাম বলেন, এখন উৎপাদন কম হচ্ছে, তাই দাম বাড়তি। তবে কয়েক দিন পরেই আবার দাম কমে যাবে।