শেষ হয়নি বেশির ভাগের কাজ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ১০:০১
চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতাদের প্রেরণা দিতেই দেওয়া হয় সরকারি অনুদান। ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু হয়। চলতি অর্থবছরে ২২টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমাকে দেওয়া হয়েছে অনুদান। প্রতিবছর প্রযোজক ও নির্মাতা বদল হলেও বদল হয় না অনুদানের সিনেমা নির্মাণের চিত্র।
সরকারি অনুদান নীতিমালায় বলা আছে, অনুদানের প্রথম চেকপ্রাপ্তির ৯ মাসের মধ্যে সিনেমার কাজ শেষ করতে হবে। তবে বিশেষ অবস্থায় অনুরোধ সাপেক্ষে পরিচালক সময় বৃদ্ধি করতে পারেন। আর এ সুযোগকে কাজে লাগিয়ে অনেক নির্মাতা সিনেমা নির্মাণে বছরের পর বছর সময় পার করছেন। টাকা নিয়ে সিনেমা না বানানোর জন্য মামলাও হয়েছে কয়েকজনের বিরুদ্ধে। গত বছর এক নির্মাতাকে গ্রেপ্তারও করা হয়।