‘জয়ের চেয়ে বিনোদনকে প্রাধান্য দেওয়া’ ইংল্যান্ডের সমালোচনায় বয়কট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৮:০২
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল নিয়ে চলছে চর্চা। সাবেক ক্রিকেটারদের অনেকেই সমালোচনার তির ছুড়ছেন বেন স্টোকসের দলের দিকে। সেই স্রোতে গা ভাসিয়েছেন জেফ বয়কটও। ইংলিশ সাবেক অধিনায়কের মতে, অ্যাশেজকে প্রদর্শনী সিরিজে পরিণত করছে তার উত্তরসূরিরা।
ঘরের মাঠে এবারের অ্যাশেজ সিরিজ হার দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। এজবাস্টনে প্রবল উত্তেজনার ম্যাচটি তারা হেরে গেছে ২ উইকেটে। এরপরই তাদের আক্রমণাত্মক ঘরানার ক্রিকেট নিয়ে চলছে তুমুল আলোচনা।
ইংলিশ অধিনায়ক স্টোকস যদিও ম্যাচ শেষে বলেন, নিজেদের আগ্রাসী ঘরানা থেকে তারা একটুও না পিছু হটবেন তারা। একই বার্তা দেন কোচ ব্রেন্ডন ম্যাককালামও। সঙ্গে তিনি বলেন, না জিতলেও দর্শকদের বিনোদন দিতে পেরেই খুশি তারা।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- সাবেক ক্রিকেটার