![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/03/30/55c3bb09f46a3effa8b4886336e14005-64252bbda4c2c.jpg)
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়েছে ১১ দূতাবাস ও এমএফসি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৬:৩৬
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।
আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা বজায় রেখে প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)
ঢাকায় অবস্থিত কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের হাইকমিশনারেরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। দূতাবাসগুলো একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।