বান্দরবান পৌরসভায় মশার উপদ্রব হ্রাসে একজোট হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীরা। তারা সবাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) রাজনৈতিক ফেলো।
বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলার প্রাণকেন্দ্র ও দেশের অন্যতম পর্যটন নগরী। ১৯৮৪ সালে ২৫.৮৮ বর্গ কিলোমিটার নিয়ে প্রতিষ্ঠিত এই পৌরসভাকে ২০০১ সালে ক শ্রেনীর পৌরসভায় উন্নিত করা হয়। অনন্য সুন্দর পাহাড়ী নদী সাংগুর অপার সৌন্দর্য্য ও সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পৌরসভা। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, বিপুল পর্যটকের আগমন ও আবর্জনার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, জনগণ ও পর্যটকদের সচেতনতা না থাকায় দিনে দিনে এই অপরুপ নগরীর মশার উপদ্রব জনসাধারণের অন্যতম জনদূর্ভোগের কারণ হিসেবে আবির্ভূত হয়েছে।
এ উপলক্ষে আজ ২২ জুন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) বান্দরবান জেলার ২২ তম ব্যাচের রাজনৈতিক ফেলোদের আয়োজনে বান্দরবান পৌরসভায় মশার উপদ্রব হ্রাসে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।