![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/06/22/1687425816.7-theives-cumilla.jpg)
এক নারীর ব্যাগ চুরি করতে গিয়ে ধরা খেলেন ৭ নারী
পথচারী এক নারীর ব্যাগ থেকে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নারী চোরচক্রের সাত সদস্য। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বুধবার (২১ জুন) দুপুরে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে একা পেয়ে তার সঙ্গে বিভিন্নভাবে কথা বলে সম্পর্ক তৈরির চেষ্টা করেন চোরচক্রের সদস্যরা। এক পর্যায়ে ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম চোর চোর বলে চিৎকার শুরু করেন। এসময় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার টহল পুলিশ বোরকা পরিহিত সাত নারীকে আটক করে।
আটক সাত নারী হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০), শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)।
এদের মধ্যে শাহানার নামে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় দুটি চুরির মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চুরি করতেন বলে জানা গেছে।