কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মার্ট তারুণ্যে ভরসা রাখুন

দৈনিক আমাদের সময় অজয় দাশগুপ্ত প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৪:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড সফর শেষে ১৭ জুন ঢাকা ফিরেছেন। যে কোনো সফরেই তিনি ব্যস্ত সময় কাটান, এবারেও ব্যতিক্রম হয়নি। আরও একটি ব্যতিক্রমহীন বিষয় দেখা গেল। করোনার পর তিনি যতবার বাইরে গেছেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা শুরু করে ‘এই শেষ সফর, আর ফিরবেন না।’ যে মহলটি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয়, তাদের এটিই কামনা। একটু আত্মপ্রসাদ লাভ করলে ক্ষতি কী? তবে বারবার বাঘ এসেছে বলতে থাকলে বিপদের সময় বিপদ বাড়ে।


এক লোক নিজের ঘোড়া নিয়ে বের হয়েছিলেন ভ্রমণে। পথে একটি চায়ের দোকানে কিছু সময় কাটিয়ে বের হয়ে দেখে ঘোড়াটি নেই। মুহূর্তে ক্ষুব্ধ হয়ে উঠলেন তিনি। দোকানে ফিরে একটি টেবিলে দাঁড়িয়ে রুক্ষ মেজাজে বলেন পাঁচ মিনিটের মধ্যে ঘোড়া ফেরত না পেলে আমি আগেরবার যা করেছি, সেটিই করব। তার রুদ্রমূর্তি দেখে সবাই ভয় পেল। একদল ছুটল ঘোড়া উদ্ধারে এবং তারা সফল হলো চোরকে ধরে ফেলতে। ঘোড়া পেয়ে শান্ত হয়ে ঘোড়ার মালিক নিজের গন্তব্যে চলেন। সঙ্গে এক অচেনা লোক চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও