You have reached your daily news limit

Please log in to continue


চুলে কৃত্রিম রং ব্যবহার করে ক্যানসার ডেকে আনছেন না তো?

পাকা সাদা চুল কালো বা রঙিন করতে এবং অনেক সময় চুলে বিভিন্ন শেড আনতে নারী-পুরুষ সবাই চুলে নানা ধরনের রং করে থাকেন। চুলের কৃত্রিম রং কতটুকু স্বাস্থ্যসম্মত? এ থেকে কোনো ক্ষতি হওয়ার শঙ্কা আছে কি?

চুল মূলত ক্যারাটিন নামের প্রোটিনে তৈরি। চুলের গোড়ায় থাকে চুলের ফলিকল, যা চামড়ার নিচে থাকে, দেখা যায় না। বাইরে আছে চুলের শ্যাফট, যা আমরা দেখতে পাই। চুলের শ্যাফটে রয়েছে প্রধানত তিনটি আবরণ (বাইরে থেকে ভেতরে): কিউটিকল, করটেক্স, মেডুলা।

সাধারণত আমাদের চুলের প্রকৃত রং হচ্ছে কালো। আবার ইউরোপীয়দের চুলের রং হচ্ছে লালচে। মূলত চুলের গোড়ায় যে মেলানিন থাকে, এর জন্যই আমাদের চুলের এই রং হয়ে থাকে। বিভিন্ন কারণে চুলের স্বাভাবিক রং পরিবর্তন হতে দেখা যায়। বিভিন্ন রোগবালাই, বংশগত কারণেও অসময়ে চুলের রং পরিবর্তন হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন