নিষেধাজ্ঞায় মরিনহো, জরিমানাও গুণতে হবে রোমাকে
চ্যানেল আই
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১০:১১
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে হেরে মেজাজ খুঁইয়ে রেফারিকে গালিগালাজ করায় রোমার কোচ হোসে মরিনহোকে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। ইউরোপিয়ান প্রতিযোগিতার চারটি ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না। সাথে জরিমানাও গুণতে হবে ক্লাবকে। উয়েফা থেকে এমন শাস্তি আসে কোচ ও ক্লাবটির বিপক্ষে।
গত ৩১মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইতালিয়ান ক্লাব রোমা এবং স্প্যানিশ ক্লাব সেভিয়ার মধ্যে ইউরোপা লিগের ফাইনাল হয়। জিতে শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার সুযোগের ম্যাচে ইংলিশ রেফারি অ্যান্টোনি টেইলরের নেয়া কিছু সিদ্ধান্ত এগিয়ে থাকা রোমার বিপক্ষে যায়। এতে রেফারির উপর বেশ নাখোশ ছিলেন মরিনহো।
- ট্যাগ:
- খেলা
- জরিমানা
- উয়েফা ইউরোপা লিগ
- হোসে মরিনহো