
চ্যাটবট পরিষেবা ব্যয় ৭,২০০ কোটি ডলারে পৌঁছবে
বণিক বার্তা
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১০:০৮
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দুনিয়ায় নিয়ে এসেছে নতুন সমীকরণ। চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলোর উত্থান এর উজ্জ্বল প্রমাণ। বিপুলসংখ্যক মানুষ গ্রহণ করে নিচ্ছে উদীয়মান প্রযুক্তিকে। বিশেষ করে রিটেইল পরিষেবা খাতে জনপ্রিয়তা বাড়ছে এআই চ্যাটবটের। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে ২০২৮ সালের মধ্যে এ খাতে ব্যয় ছয় গুণ বেড়ে ৭ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছবে। খবর দ্য ন্যাশনাল।
যুক্তরাজ্যভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান জুনিপার রিসার্চ সম্প্রতি চ্যাটবটের বৈশ্বিক বাজারসংক্রান্ত একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ব্যয় বাড়ার পেছনে প্রধান নিয়ামক হিসেবে থাকবে ওপেন ল্যাঙ্গুয়েজ মডেল। এক্ষেত্রে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির অবদান থাকবে সবচেয়ে বেশি।