You have reached your daily news limit

Please log in to continue


পশ্চিম তীরে চার ইসরায়েলি গুলি করে হত্যা, পাল্টা হামলায় দুই ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা হামলায় নিহত হয়েছে হামলাকারী দুই যুবক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গতকাল মঙ্গলবার ইলি শহরের কাছে হাইওয়ের একটি পেট্রোল স্টেশন এবং রেস্টুরেন্টে এ হামলা চালানো হয়। এ সময় পাল্টা হামলায় এক আততায়ীর মৃত্যু হলেও অন্যজন গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে পরে ইসরায়েলি সেনারা তাঁকে ধাওয়া করে তুবাস এলাকায় গুলি করে হত্যা করে। দুজনই স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘পশ্চিম তীরের উরিফ গ্রাম থেকে অস্ত্রধারী ওই দুই যুবক গাড়িযোগে এসেছিল। তাঁরা প্রথমে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করে। এরপর পেট্রল স্টেশনের কাছে আরেকজনকে হত্যা করে। হামলাকারী দুজনের মধ্য একজনকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ সময় অন্যজন গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন