কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতিবাদ কতটুকু আশা জাগায়

প্রথম আলো ফরিদ খান প্রকাশিত: ২০ জুন ২০২৩, ২১:৩৫

‘এম এইচ হলের সামনের মাঠে হলের সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে অনশনে বসলাম’—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র সামিউল ইসলাম প্রত্যয় গত ৩১ মে সন্ধ্যায় তাঁর ফেসবুক টাইমলাইনে এই পোস্ট লিখে অনশনে বসেন।


সামিউল তিনটি দাবির কথা উল্লেখ করেন—


এক. অবৈধভাবে সিট দখল করে রাখা অছাত্রদের হল থেকে বহিষ্কার করতে হবে।


দুই. গণরুম ও মিনি গণরুমের শিক্ষার্থীদের হলের বরাদ্দ করা নির্দিষ্ট সিট বুঝিয়ে দিতে হবে।


তিন. গণরুম বন্ধ করতে হবে।


সামিউল বছরের পর বছর ধরে চলে আসা এই অন্যায়ের অবসান চান এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানান, তাঁর এই অনশন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই। সবার উচিত নিজ নিজ হলের অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা এবং চাপ সৃষ্টি করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও