কুড়িগ্রামে পানি বেড়ে ‘১০ হাজার মানুষ’ পানিবন্দি

বিডি নিউজ ২৪ কুড়িগ্রাম সদর প্রকাশিত: ২০ জুন ২০২৩, ২১:৩৬

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে; দেখা দিয়েছে নদী ভাঙন।


পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত সবগুলো পয়েন্টে বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও নদ-নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে; এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ।


বাসিন্দারা বলছেন, আমন বীজতলা, পাট, পটল, ঢেঁড়সসহ বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে গেছে। এ ছাড়া চরের সড়কে পানি ওঠায় কাঁচা সড়কগুলো ভেঙে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পশু খাদ্যের সংকট।


মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুপুরে সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৭৪ সেন্টিমিটার ও পাটেশ্বরী পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও