You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেইনে রাতভর ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেইনের পূর্ব থেকে পশ্চিমের অনেকগুলো শহর ও রাজধানী লক্ষ্য করে রাশিয়া রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, এতে দেশটির অধিকাংশ অংশের বাসিন্দাদের রাতের কয়েক ঘণ্টা বিমান হামলার সতর্কধ্বনির (সাইরেন) মধ্যে কাটাতে হয়েছে।

ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দাবি অনুযায়ী, রাশিয়ার ছোড়া ৩০টি শাহেদ ড্রোনের (ইরান-নির্মিত) ২৮টিই ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কিইভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, রাজধানী কিইভের আশপাশের আকাশসীমায় শত্রুদের ২০টির মতো ‘টার্গেট’কে শনাক্ত ও ধ্বংস করতে পেরেছে আমাদের বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন