নিয়মিত লিপস্টিক ব্যবহার কি ক্ষতিকর?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৪:০৩

মেইকআপ ছাড়া বাইরে যান এমন নারী খুঁজে পেলেও লিপস্টিক ব্যবহার করেন না এমন নারীর দেখা মেলা ভার।


তবে প্রতিদিন লিপস্টিক ব্যবহার করা ঠিক কিনা- এ নিয়ে সৌন্দর্য ও স্বাস্থ্য সচেতনদের মাঝে দ্বন্দ্ব আছে।


এই বিষয়ে টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে দিল্লি’র ‘জুনোএস্ক ক্লিনিক’য়ের কসমেটোলজিন্সট এবং সহ-সভাপতি কিরন ভাট বলেন, “নিয়মিত লিপস্টিক ব্যবহারের ঠোঁটের ক্ষতি হয় কি-না? এর সহজ উত্তর হল, হ্যাঁ। তবে সব লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে এই উত্তর সঠিক নয়।”


লিপস্টিক ব্যবহারের ঠোঁটের ক্ষতি নির্ভর করে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর। যেমন:


শুষ্কতা ও ফাটাভাব: লিপস্টিক ব্যবহারের একটা সাধারণ চিন্তা হল ঠোঁট শুষ্কতা ও ফাটাভাব।


উন্নতমানের লিপস্টিকে ময়েশ্চারাইজিং উপাদান যেমন- তেল ও বাটার থাকে যা ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে। এছাড়াও ঠোঁটের নিয়মিত যত্ন যেমন- এক্সফলিয়েশন করা ও ময়েশ্চারাইজার ব্যবহার ঠোঁটের শুষ্কতার সমস্যা দূর করে।


অ্যালার্জিক প্রতিক্রিয়া: আরেকটি ভুল ধারণা হল লিপস্টিক অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে। যদিও কিছু নির্দিষ্ট উপাদানে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে, তবে এর সংখ্যা খুবই কম।


প্রসিদ্ধ প্রসাধনী প্রতিষ্ঠানগুলো কঠোর নিরাপত্তা বিধি মেনে চলে পণ্যের অ্যালার্জির প্রতিক্রিয়া পরীক্ষা করে থাকেন। ফলে এই ধরনের ঝুঁকি কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও