কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেপালের কাছে ক্ষমা চেয়েছে টি-সিরিজ, বদলাবে ‘আদিপুরুষ’র সংলাপ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৩:৫৯

আলোচিত ‘আদিপুরুষ’ সিনেমায় সীতাকে ‘ভারত কন্যা’ বলায় নেপালে সব ভারতীয় ছবির প্রদর্শন ও মুক্তি নিষিদ্ধ করায় টনক নড়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ এবং ভারত সরাকরের।


নেপালের রাজধানী কাঠমাণ্ডুর মেয়র এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে ‘ক্ষমা’ চেয়ে চিঠি পাঠিয়েছে প্রযোজনা সংস্থাটি।


এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, দর্শকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে দেওয়া হবে না। ‘আপত্তিকর’ সংলাপ বদলানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


ভুলের দায় স্বীকার করে সংলাপ লেখক মনোজ মুনতাসির শুক্লা জানিয়েছেন, যে পাঁচটি সংলাপ নিয়ে আপত্তি উঠেছে সেগুলো শুধরে দেওয়া হবে।


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ ও সেন্সর বোর্ডকে পাঠানো চিঠিতে টি-সিরিজ বলেছে, “যদি কোনোভাবে নেপালের জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য শুরুতেই ক্ষমা চাইছি।  কোনো ধরনের বিভেদ তৈরি করা আমাদের অভিপ্রায় নয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও