ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে গোলাগুলি, নিহত ৬
সপ্তাহে শেষ কর্মদিবসের পর ছুটির দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পেনসিলভানিয়া রাজ্যের একজন সেনাসহ অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা এপি।
শনিবার রাতে ওয়াশিংটনে গানের উৎসব চলাকালীন গোলাগুলির ঘটনা ঘটেছে। জর্জ শহরের কাছে ক্যাম্পগ্রাউন্ডে মানুষের ভিড়ের মধ্যে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে দুইজন নিহত এবং অন্য দু'জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ জানিয়েছে।
পুলিশ অফিসের মুখপাত্র কাইল ফোরম্যান জানান, বন্দুকধারী প্রথমে ভিড়ের মধ্যে এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে চলে যায়। এরপর তাকে আটক করা হয়। ‘গর্জ অ্যাম্ফিথিয়েটার’-এ সেই সময় ‘বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড’ নামে দুই দিনের সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল।
এ ছাড়া রবিবার ভোরে শিকাগো শহরের একটি পার্কিং লটে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষ। সেখানেই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ২৩ জন গুলিবিদ্ধ হয় এবং একজন নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেরিফের মুখপাত্র রবার্ট ক্যারল জানান, স্থানীয়দের জবানবন্দী নেয়া হচ্ছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- আহত
- গোলাগুলি
- ছুটির দিন