ফিস্টুলা কি আদৌ ভালো হয়

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১১:০৭

পায়ুপথের একটি রোগ হচ্ছে ফিস্টুলা। এ সমস্যায় অনেকেই ভুগে থাকেন। কেউ মনে করেন এমনিতেই সেরে যাবে, কেউ লজ্জায় চুপচাপ থাকেন, কেউ আবার বিজ্ঞাপন দেখে নানা ধরনের অপচিকিৎসা গ্রহণ করে থাকেন। যখন সমস্যা জটিল হয়ে যায় বা বারবার পুনরাবৃত্তি হয় তখন চিকিৎসকের শরণাপন্ন হন।


লক্ষণ কী কী


ফিস্টুলায় মলদ্বারের পাশে ছোট ছিদ্র তৈরি হয়, যা দিয়ে পুঁজ-পানির মতো বের হতে থাকে। মাঝেমধ্যে ছিদ্র বন্ধ হয়ে পুঁজ জমা হয়, তখন একটু ব্যথা করে। আবার পুঁজ-পানি বের হয়ে গেলে ব্যথা কমে যায়। অনেক সময় রোগীরা বলেন, মলদ্বারের পাশে ছোট্ট একটি গুটির মতো হয়েছে। সেটি চুলকায় এবং কষের মতো বের হয়। এই হচ্ছে ফিস্টুলার লক্ষণ। পায়ুপথের পাশে কারও যদি হঠাৎ ফোড়া হয় এবং ফোড়া ফেটে যায় কিংবা অস্ত্রোপচার করে ফোড়া থেকে পুঁজ বের করা হয়, তারপরও কিন্তু ফিস্টুলা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও