শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া শুরু করেছে কারখানা মালিকরা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২২:২২

ঈদুল আজহায় পরিবার পরিজনের সঙ্গে সুন্দরভাবে আনন্দ উপভোগের লক্ষ্যে বোনাস দেওয়া শুরু করেছে কলকারখানা মালিকরা। মে মাসের বেতনের পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে কারখানা মালিকরা ঈদের বোনাস দেওয়া শুরু করেছে।


রোববার (১৮ জুন) বিকেল ৪টা পর্যন্ত সময়ে আটটি অঞ্চলের ১০ হাজার শিল্প ও কলকারখানার মধ্যে ৮৩টি কারখানা শ্রমিকদের ঈদের বোনাস দেওয়া হয়েছে। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, বেপজা,পাটকল এবং শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, রোববার বিকেল ৪টা পর্যন্ত সময়ে দেশের ৯ হাজার ৯১৫টি কল-কারখানার মধ্যে ঈদ-উল আজহা উপলক্ষ্যে বোনাস দেওয়া হয়েছে ৮৩টি কলকারখানার শ্রমিকদের। যা শতাংশের হিসাবে দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ ৯ হাজার ৮৩২টি কারখানার শ্রমিকরা বোনাসের অপেক্ষায় রয়েছে। যা শতাংশের হিসাবে ৯৯ দশমিক ১৬ শতাংশ। মালিকরা বলছেন, ২৫ থেকে ২৬ জুনের মধ্যে শ্রমিকদের বোনাস পরিশোধ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও