২০০০ টাকা ন্যূনতম কর সব টিআইএনধারীর জন্য নয়: পরিকল্পনামন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২২:১০

করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমায় সবাইকেই ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে নতুন তথ্য দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


তিনি বলেছেন, যেসব নাগরিক ‘সরকারের উচ্চ পর্যায়ের সেবা’ নেবেন, কেবল তাদেরকেই ন্যূনতম কর ২ হাজার টাকা দিতে হবে। যারা এসব সেবা নেবেন না, তাদের জন্য ন্যূনতম করের বাধ্যবাধকতা থাকবে না।


রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি‘র বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।


গত ১ জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাবের পর থেকে ন্যূনতম ২ হাজার টাকার কর আরোপ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।


বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, “অংশীদারিত্বমূলক অংশগ্রহণ দেশের জনসাধারণের মাঝে সঞ্চারণের লক্ষ্যে করমুক্ত সীমার নিচে রয়েছে, অথচ সরকার হতে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে-এমন সকল করদাতার ন্যূনতম কর ২ হাজার টাকা করার প্রস্তাব করছি।”


টিআইএন থাকলেই ন্যূনতম ২ হাজার টাকা কর নেওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম পরদিন বলেছিলেন, যাদের ক্ষেত্রে টিআইএন থাকা বাধ্যতামূলক, সেই শ্রেণির মানুষদের জন্য এই ন্যূনতম কর বোঝা হওয়ার কথা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও