আঁখি এখন সন্তানের পাশে, দেখা হল না দুজনার
অস্ত্রোপচার ছাড়াই সন্তান জন্ম দিতে চেয়েছিলেন মাহবুবা রহমান আঁখি, সেই আশায় ভরসা চাইছিলেন চিকিৎসকের কাছে। কিন্তু চিকিৎসায় ‘অবহেলায়’ আঁখি হারিয়েছেন নবজাতক, শেষমেশ নিজেও চিরবিদায় নিয়েছেন। দেখা হলো না মা-সন্তানের।
এখন তারা পাশাপাশি, ময়নাতদন্তের জন্য দুজনের প্রাণহীন দেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
রোববার দুপুরে মা আঁখির মৃত্যুর পর বিকালে ধানমণ্ডি থানা পুলিশ দুইজনের মরদেহ মর্গে এনে রেখে যায়। সোমবার তাদের ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।
নবজাতকের মৃত্যুর পর থেকেই মরদেহ সেন্ট্রাল হাসপাতালের মরচুয়ারিতে ছিল জানিয়ে ধানমণ্ডি থানার ওসি পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আঁখির অবস্থা সংকটাপন্ন হওয়ায় নবজাতকের লাশ তার বাবা ইয়াকুব আলী সুমনের অনুরোধে ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে হিমঘরে রাখা হয়।
“আঁখি মারা যাওয়ার পর তার এবং নবজাতকের মরদেহ একসাথে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।”