হজে জমজমের পানি ব্যবহারে নির্দেশনা, অপচয় না করার অনুরোধ সৌদি আরবের
সৌদি আরবে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া হজকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই অংশ হিসেবে দেশটিতে আগত মুসল্লিদের উদ্দেশে জমজমের পানি অপচয় না করাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
অফিসিয়াল তথ্যমতে, ইতোমধ্যেই প্রায় ৫ লাখ ৫৭ হাজারেরও বেশি মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন।
হজ উপলক্ষে ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে ও মদিনার প্রফেটস মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য জমজমের পানি সরবরাহ করা হয়।
সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মুসল্লিরা যেন জমজমের পানি জমিনে না ফেলে এবং হজের জায়গা পরিষ্কার-পরিছন্ন রাখে।
ব্যবহৃত পানির গ্লাসগুলো নির্দিষ্ট স্থানে ফেলার জন্যও মুসল্লিদের অনুরোধ করা হয়েছে। এছাড়াও জমজমের পানি দিয়ে অজু না করার জন্যও বলা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জমজমের পানি
- পবিত্র হজ
- অপচয় রোধ