বিদায়ের মিছিল নিয়ে সাদা প্যান্ট-শার্টে বের হলেন জল্লাদ শাজাহান
দীর্ঘ সাড়ে ৩১ বছর কারাভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেয়েছেন ২৬ ফাঁসির দড়ি টানা জল্লাদ শাজাহান। মূল ফটক থেকে তিনি যখন বের হচ্ছিলেন, তখন বিদায় জানাতে তার সঙ্গে ছিলেন কারা কর্মকর্তা ও কারারক্ষীরা।
দেখে মনে হচ্ছিল এটি ছোটখাটো একটি মিছিল।
এসময় জল্লাদ শাজাহানের পরনে ছিল ধবধবে সাদা শার্ট, সাদা প্যান্ট। কোমরে ছিল কালো রঙের বেল্ট। হাতে ছিল কালো রঙের একটি কাপড়ের ব্যাগ।
রোববার (১৮ জুন) দুপুর পৌনে ১২টার দিকে মুক্তি পান জল্লাদ শাজাহান। কারাগার থেকে একটি সূত্র জানায়, দীর্ঘ সময় কারাভোগের কারণে জল্লাদ শাজাহানের সঙ্গে অনেকেরই সম্পর্ক ভালো ছিল। সুশৃঙ্খলভাবে কারাগারে তিনি কাজ করেছেন। অনেক কর্মকর্তাই তাকে স্নেহ করতেন।
‘জল্লাদ’ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। তিনি নরসিংদী জেলার পলাশ থানার ইছাখালী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
৭৩ বছর বয়সী শাহজাহান ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ২৫৮৯/এ। মুক্তির আগ পর্যন্ত তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ ছিলেন।