ফ্রান্সে বিরল ভূমিকম্প, স্কুল-বাড়িঘরের ক্ষয়ক্ষতি

বিডি নিউজ ২৪ ফ্রান্স প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০৯:৪৭

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্প হওয়ার পর প্রায় ১৭০ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।


ভূমিকম্পটি ৫ দশমিক ২ থেকে ৫ দশমিক ৮ মাত্রার ছিল বলে ধারণা করা হচ্ছে।


উত্তরপশ্চিমের একটি শহর থেকে দক্ষিণ পশ্চিমের আরেকটি শহর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


 ভূমিকম্পে বাড়িঘর, স্কুল এবং চার্চের ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত বাড়িঘর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে বলে ঘোষণা করা হয়েছে।


 ফ্রান্সে ৫ মাত্রার উপরে ভূমিকম্প সচরাচর হয় না। সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে এমন ভূমিকম্প হয়েছিল। শুক্রবারের ভূমিকম্পে একটি শহরে দুইজন আহত হয়েছে।


লা লিন শহরে একটি চার্চ পুরোপুরি ভেঙে পড়েছে এবং শহরটির কেন্দ্রস্থলে বেশির ভাগ বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এক শীর্ষ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় দমকল বিভাগের প্রধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও