You have reached your daily news limit

Please log in to continue


ইউরো বাছাইয়ে ফ্রান্স, ইংল্যান্ডের জয়

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর বাছাইয়ে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। দুর্বল জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসিরা। অন্য ম্যাচে মাল্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড।ম্যাচের তৃতীয় মিনিটে অলিভিয়ে জিরুদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে এমবাপ্পের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফরাসিরা।

শেষ দিকে ৭৮ মিনিটে জিব্রাল্টারের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আরও।অন্য ম্যাচে মাল্টার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য করল ইংল্যান্ড। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে চেপে ধরে ইংল্যান্ড। অষ্টম মিনিটে প্রতিপক্ষের উপহার পেয়ে এগিয়ে যায় সফরকারীরা। বুয়াকো সাকার ক্রস ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান মাল্টার ডিফেন্ডার ফের্দিনান্দো। এরপর একবার করে জালের দেখা পান ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, হ্যারি কেইন ও ক্যালাম উইলসন।৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ দলের 'বি' গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। তলানিতে জিব্রাল্টার। আর ৩ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন