এক সপ্তাহে ৩ ট্রান্সফরমার চুরি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক সপ্তাহে পল্লী বিদ্যুৎ সমিতির তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত সপ্তাহে উপজেলার জামালপুর ইউনিয়ন ও বহরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ট্রান্সফরমার চুরি হওয়ায় গ্রাহকরা আর্থিক ক্ষতির পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জামালপুর ইউনিয়নের গুণলক্ষণদিয়া গ্রামে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়। এর আগে গত সোমবার রাতে বহরপুর ইউনিয়নের বার্নগ্রাম এলাকায় ২৫ কেভিএ ও ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরি হয়।
এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. শামসুল হক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ কেভিএ ট্রান্সফরমারের দাম এক লাখ টাকা। ১০ কেভিএর দাম ৬০ হাজার টাকা। চুরি হয়ে যাওয়া ট্রান্সফরমার নতুন প্রতিস্থাপন করতে হলে ট্রান্সফরমারের আওতাধীন এলাকার গ্রাহকদের গুনতে হবে অর্ধেক টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রান্সফরমার চুরি