চিনা হ্যাকারদের মদতে বিঘ্নিত সাইবার নিরাপত্তা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০৯:২০

আরও এক বার সাইবার নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠল চিন সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে। ম্যান্ডিয়্যান্ট নামে গুগলের এক সংস্থা খুব সম্প্রতি দাবি করেছে, বিশ্ব জুড়ে সাইবার চরবৃত্তির মাধ্যমে বিভিন্ন দেশের সংবেদনশীল এবং অতি গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে ওই হ্যাকাররা। আর গোটাটাই করা হয়েছে চিনের কমিউনিস্ট সরকারের সুবিধার জন্য।


ভারতের কোনও সরকারি বিভাগের তথ্য হ্যাকারেরা ‘চুরি’ করেছে কিনা, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। ম্যান্ডিয়্যান্টের মুখ্য প্রযুক্তি অফিসার চার্লস কারমাকাল তাঁর ব্লগ পোস্টে জানান, বিশ্বের প্রায় ১৬টি দেশের নানা সরকারি সংস্থাকে নিশানা করে এসেছে এই হ্যাকাররা। সরকারি কর্মীদের ই-মেল হ্যাক করে হাতিয়ে নেওয়া হয়েছে অতি সংবেদনশীল তথ্য। নিশানা করা হয়েছে কিছু কিছু দেশের বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরকেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও