মূল্যস্ফীতির গতি ও অর্থনীতির প্রকৃতি
মূল্যস্ফীতি বলতে পণ্য ও সেবার ক্রমাগত মূল্য বৃদ্ধিকে বোঝায়। স্বল্প মূল্যস্ফীতি ভালো কিন্তু ক্রমাগত বড় ধরনের মূল্যস্ফীতি অর্থনীতিতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
মূল্যস্ফীতি মূলত দুটি কারণে ঘটে। জোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি হলে এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি হলে মূল্যস্ফীতি ঘটে। এতে অর্থের ক্রয়ক্ষমতা কমে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সীমিত আয়ের মানুষ। ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের মানুষ ব্যয় সংকোচন করতে বাধ্য হয়। ফলে তাদের জীবনযাত্রার মানের অবনতি ঘটে।
বাংলাদেশে এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্য অনুযায়ী ২০২২ সালের মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৭.৪২ শতাংশ যা ২০২৩ সালের মে মাসে এসে দাঁড়ায় ৯.৯৪ শতাংশে।