আপনি কি কলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি থেকে মুক্ত?
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ১২:১৪
কলোরেক্টাল ক্যানসার বলতে বোঝায় বৃহদান্ত্র ও মলদ্বারের ক্যানসার। বৃহদান্ত্রের ক্যানসারকে বলে কোলন আর মলদ্বারের ক্যানসারকে বলা হয় রেক্টাল। দুটি মিলিয়ে কলোরেক্টাল ক্যানসার। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শনাক্তকরণ, নিয়মিত ক্যানসার স্ক্রিনিং ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস করা যায়।
কলোরেক্টাল ক্যানসার ও বাংলাদেশ : বর্তমানে বাংলাদেশে কলোরেক্টাল ক্যানসারের প্রকোপ ক্রমে বাড়ছে। গড়ে প্রতি ৩০ জনে ১ জন এ রোগের ঝুঁকিতে আছেন। তবে ব্যক্তিবিশেষে ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর কারণে আরও বাড়তে পারে। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই কলোরেক্টাল ক্যানসার প্রথম ১০টির মধ্যে ১টি। রক্ত সম্পর্কিত আত্মীয়ের মধ্যে এ ক্যানসার থাকলে ঝুঁকি ২-৩ গুণ বেড়ে যায়। বাংলাদেশে শতকরা ৮০ ভাগ নতুন রোগীর বয়স ৫০ বা তার ঊর্ধ্বে।