প্রথম প্রান্তিক শেষে বড় লোকসানে স্যামসাং
চলতি বছরের প্রথম প্রান্তিকে সেমিকন্ডাক্টর ব্যবসায় লোকসান গুনেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাং। তবে দুই শীর্ষ চিপ নির্মাতার মধ্যে বাজারের আধিপত্য কিছুটা টিএসএমসির হাতেই রয়েছে। খবর স্যামমোবাইল।
ট্রেন্ডফোর্সের বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, স্যামসাংয়ের বাজার হিস্যা ২০২৩-এর প্রথম প্রান্তিকে ১২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের প্রান্তিকে ১৫ দশমিক ৮ শতাংশে ছিল। অন্যদিকে টিএসএমসির বাজার হিস্যা ২০২২-এর চতুর্থ প্রান্তিকে ৫৮ দশমিক ৫ শতাংশে ছিল। ২০২৩-এর প্রথম প্রান্তিকে ৬০ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।
আগের প্রান্তিকের তুলনায় স্যামসাংয়ের আয় কমেছে ৩৬ দশমিক ১ শতাংশ। ২০২২-এর শেষ প্রান্তিকে ৫৩৯ কোটি ডলার আয়ের পর ২০২৩-এর প্রথম প্রান্তিকে আয় ৩৪৫ কোটি ডলারে এসে পৌঁছেছে। অর্থাৎ কোম্পানিটির এক প্রান্তিকের ব্যবধানে ২০০ কোটি টাকা আয় কমেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- লোকসান
- রেকর্ড লোকসান
- স্যামসাং