You have reached your daily news limit

Please log in to continue


প্রথম প্রান্তিক শেষে বড় লোকসানে স্যামসাং

চলতি বছরের প্রথম প্রান্তিকে সেমিকন্ডাক্টর ব্যবসায় লোকসান গুনেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাং। তবে দুই শীর্ষ চিপ নির্মাতার মধ্যে বাজারের আধিপত্য কিছুটা টিএসএমসির হাতেই রয়েছে। খবর স্যামমোবাইল।

ট্রেন্ডফোর্সের বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, স্যামসাংয়ের বাজার হিস্যা ২০২৩-এর প্রথম প্রান্তিকে ১২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের প্রান্তিকে ১৫ দশমিক ৮ শতাংশে ছিল। অন্যদিকে টিএসএমসির বাজার হিস্যা ২০২২-এর চতুর্থ প্রান্তিকে ৫৮ দশমিক ৫ শতাংশে ছিল। ২০২৩-এর প্রথম প্রান্তিকে ৬০ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

আগের প্রান্তিকের তুলনায় স্যামসাংয়ের আয় কমেছে ৩৬ দশমিক ১ শতাংশ। ২০২২-এর শেষ প্রান্তিকে ৫৩৯ কোটি ডলার আয়ের পর ২০২৩-এর প্রথম প্রান্তিকে আয় ৩৪৫ কোটি ডলারে এসে পৌঁছেছে। অর্থাৎ কোম্পানিটির এক প্রান্তিকের ব্যবধানে ২০০ কোটি টাকা আয় কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন