কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এএমডির এআই চিপ ব্যবহার করবে অ্যামাজন

অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ ব্যবহার করতে যাচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। ক্লাউড কম্পিউটিং পরিষেবার উন্নয়নে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। তবে ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে এডব্লিউএসের এক মুখপাত্র জানিয়েছেন। খবর রয়টার্স।

বর্তমানে এআইয়ের বাজার নিয়ন্ত্রণে রেখেছে এনভিডিয়া করপোরেশন। একচ্ছত্র এ আধিপত্যে প্রভাব বিস্তারের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে এএমডি। এ বিষয়ে আয়োজিত এক ইভেন্টেই নতুন ঘোষণাটি প্রকাশ্যে আসে। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এএমডির প্রধান নির্বাহী লিসা সু ক্লাউড কম্পিউটিং পরিষেবা গ্রহণকারীদের আকর্ষন করার বিষয়ে জানিয়েছেন। মূলত চিপ ব্যবহারের মাধ্যমে চ্যাটজিপিটির মতো সুবিধা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হবে। তবে এক্ষেত্রে গ্রাহকের চাহিদার বিষয় প্রাধান্য দিয়ে পছন্দের সুযোগ দেয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এএমডির প্রধান নির্বাহী লিসা সু ক্লাউড কম্পিউটিং পরিষেবা গ্রহণকারীদের আকর্ষন করার বিষয়ে জানিয়েছেন। মূলত চিপ ব্যবহারের মাধ্যমে চ্যাটজিপিটির মতো সুবিধা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হবে। তবে এক্ষেত্রে গ্রাহকের চাহিদার বিষয় প্রাধান্য দিয়ে পছন্দের সুযোগ দেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন