খেলতে খেলতে প্রশ্নের উত্তর দিলেন পরীমনি
একটি রেডিও স্টেশনে গিয়েছিলেন পরীমনি। সেখানেই তিনি খেললেন, মানে তার হাতে একটি টেবিল টেনিসের ব্যাট ধরিয়ে দেওয়া হয়, সঙ্গে বল। পরীমনি ব্যাট-বল হাতে নিয়ে বললেন, ‘ভাই এটা কি খেলাই লাগবে?’
সাধারণ টেবিল টেনিস যেভাবে খেলে, এটা তেমন নয়। এক হাতে ব্যাট নিয়ে ব্যাটের ওপর বলটাকে টোকা দিয়ে ধরে রাখতে হবে।
পরীমনি ব্যাট হাতে নিয়ে খেলতে শুরু করেন। সেই তালে উপস্থাপক একাধিক প্রশ্ন করতে থাকেন। যেমন পরীর পরানে কে কে থাকে? পরীমনির উত্তর―রাজ্য। কোন ভুল পরী বারবার করে? তিনি উত্তর দিতে পারেন না।
জানান, ভুল হওয়ার পর তিনি বোঝেন।
পরীর হাতের কোন রান্নাটা খেলে যে কেউ বারবার প্রেমে পড়ে যাবেন? পরীমনি উত্তর দেন, আমি আর রান্নাই করব না, গরুর মাংস। ফ্রেন্ডদের সঙ্গে কি পারসোনাল ভিডিও ক্যাপচার করে রাখতেই হবে? এই উত্তর দিতে গিয়ে খেলায় মনঃসংযোগ নষ্ট হয়। পরীমনি পারসোনাল ভিডিও, পারসোনাল ভিডিও দুবার উচ্চারণ করে বললেন, এটা ডিপেন্ড করে।