চায়ের লিকার ব্যবহারে মিলবে কালো চুল
চায়ে রয়েছে ট্যানিক অ্যাসিড। চুলের রঙ ধরে রাখতে সাহায্য করে এই অ্যাসিড। চুলের যত্নে তাই ব্ল্যাক টি বা চায়ের লিকার ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। পাকা চুলের সমস্যা দূর করার পাশাপাশি চুল পাকা প্রতিরোধেও কাজ করে এটি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
১। চুলের দৈর্ঘ্য অনুযায়ী চা বানিয়ে ঠান্ডা করে নিন। এই চা ভালো করে চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। এরপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন।
২। চায়ের মতো কফিও আপনাকে এনে দিতে পারে কুচকুচে কালো চুল। চায়ের লিকারে কয়েক চামচ কফির গুঁড়া মিসিএয় গুলে নিন। মিশ্রণটি ৫ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ব্রাশের সাহায্যে চুলে লাগান। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩। কড়া করে চায়ের লিকার বানিয়ে চুলে ঢালুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর আরও কিছুটা লিকার চা চুলে ঢালুন। এভাবে দুই থেকে তিনবার ১৫-২০ মিনিটের ব্যবধানে লিকার চা ঢালুন চুলে। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪। চা ফুটে উঠলে এক মুঠো তুলসি পাতা মিশিয়ে দিন পানিতে। চা ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর এতে লেবুর রস মিশিয়ে চুলে লাগান।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- চা পাতা