বাঁচা-মরা আল্লাহর ইচ্ছা, আঁখি প্রসঙ্গে ডা. সংযুক্তা সাহা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৪:৫২

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা এবং কর্তৃপক্ষের প্রতারণার বলি হয়ে নবজাতকের মৃত্যু ও মৃত্যুঝুঁকিতে থাকা প্রসূতি মাহবুবা রহমান আঁখির ঘটনায় ব্যাপক আলোচিত-সমালোচিত চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহা। তার অধীনেই দীর্ঘদিন চেকআপে ছিলেন আঁখি। তবে, নবজাতকের মৃত্যু ও আঁখির করুণ পরিস্থিতির পেছনে চিকিৎসক হিসেবে নিজের কোনো দায় দেখছেন না ডা. সংযুক্তা।


অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোগীর পরিবার অনেক কিছুই বলতে পারে, কারণ তারা স্বজন হারিয়েছেন। কিন্তু বাঁচা-মরা তো আল্লাহর ইচ্ছা। আমরা তো ইচ্ছা করে কাউকে মেরে ফেলি না।’


বৃহস্পতিবার (১৫ জুন) সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি মাহবুবা রহমান আঁখির সঙ্গে প্রতারণা ও ভুল চিকিৎসার বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ঢাকা পোস্টকে তিনি এসব কথা বলেন।


ডা. সংযুক্তা সাহা বলেন, ‘চিকিৎসক হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটাই করে থাকি। তারপরও অনেক সময় রোগীকে বাঁচাতে পারি না, চিকিৎসক কখনোই জেনে-বুঝে রোগীকে সমস্যায় ফেলতে পারেন না।’


তিনি বলেন, ‘আমি সে সময় সেন্ট্রাল হসপিটালে ছিলাম না। যা ঘটেছে সেটি হাসপাতাল বুঝবে। সেন্ট্রাল হসপিটাল আমার নয়, আমি ওউনও (নিজের বলে মনে করা) করি না। তাছাড়া আমি সেখানে পার্মানেন্টলি কাজ করি না। আমি সেখানকার অ্যাপয়েন্টেড কোনো ডাক্তারও নই। কিন্তু সে দিনের ডেলিভারিতে আমার অনুপস্থিতে যারা ছিল সবাই তাদের নিজস্ব ডাক্তার-নার্স। সুতরাং যদি রোগীর পরিবারের সঙ্গে কিছু হয়ে থাকে, সেটি হাসপাতাল কর্তৃপক্ষ বুঝবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও