![](https://media.priyo.com/img/500x/https://channeli.b-cdn.net/wp-content/uploads/2023/06/drone-generic_650x400_41461262166-750x430.jpg)
ইউক্রেনের ৯টি ড্রোন নিষ্ক্রিয় করেছে রাশিয়া
রাশিয়ার অধিকৃত ইউক্রেনের শহর ক্রিমিয়ায় মধ্যরাতে আঘাত হানা ইউক্রেনের ৯টি ড্রোনকে ভূপাতিত করেছে রাশিয়া। তবে এরমধ্যে একটি ড্রোন ডোকুচায়েভো গ্রামে বিস্ফোরিত হয়েছে, এতে বেশ কয়েকটি ঘরবাড়ির জানালা ভেঙে গেছে।
সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ একথা নিশ্চিত করেছেন। তিনি জানান আজ মধ্যরাতে চালানো ইউক্রেনের ড্রোন হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।