কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘অবৈধ’ আয়ে জমি–ফ্ল্যাট, দুদকের জালে স্বামী–স্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১১:০৬

স্বামী ও স্ত্রী মিলে জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন। বিনিয়োগ করেছেন শেয়ারবাজারে। ব্যাংকেও রেখেছেন বড় অঙ্কের টাকা। কিন্তু এসব টাকা তাঁদের আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই দম্পতি এখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে।


স্বামীর নাম মুহাম্মাদ গালীব খান, যিনি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক। তাঁর স্ত্রীর নাম তানিয়া সুলতানা ওরফে রাখি। তিনি বেসরকারি একটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।


গালীব খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদক গত ১২ অক্টোবর অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে আলাদা দুটি মামলা করেছে। মামলায় তাঁদের বিরুদ্ধে মোট ৪ কোটি ৯৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।


দুদক মামলা করেছে প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য পেয়ে। এখন মামলার তদন্ত চলছে। সমবায় অধিদপ্তর সূত্রের অভিযোগ, গালীব খান সমবায় সমিতিতে অনিয়মের সুযোগ দিয়ে এবং নিয়োগ-বাণিজ্য করে অবৈধ আয় করেছেন। সেই আয় দিয়ে সম্পদ অর্জন করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও