সিইসি, চিৎকার না শোনেন রক্ত তো দেখবেন
আমরা আসলে কিছুই ভুলে যাই না। বহু ঘটনার ভিড়ে একটির আড়ালে আরেকটি চাপা পড়ে থাকে মাত্র। পূর্বের ঘটনার সঙ্গে মিল আছে এমন ঘটনা বা বক্তব্য সামনে এলেই স্মৃতি সামনে চলে আসে। সিইসি কাজী হাবিবুল আউয়ালের একটি উক্তি শুনে পূর্ণিমার রাতে পুরাতন ব্যথা ফিরে আসার মতো ফিরে এসেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম. এ. আজিজের স্মৃতি। সম্প্রতি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের রক্তাক্ত হওয়ার বিষয়টি ‘আপেক্ষিক’ বলে মনে করেছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন? আমরা উনার রক্তক্ষরণ দেখিনি। আমরা শুনেছি, হাতপাখার প্রার্থীকে পেছন থেকে একজন ঘুসি মেরেছে। ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করেছি। কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
বিএনপির আমলে বিচারপতি এম. এ. আজিজ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০০৫ সালের ২৩ মে। আওয়ামী লীগের আন্দোলনের মুখে প্রথমে ছুটি ও পরে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২১ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। প্রধান নির্বাচন কমিশনার এম. এ. আজিজ নিজের গোয়ার্তুমি ও উদ্ভট কথার জন্য সমালোচিত হয়েছিলেন। সেই সময়ে বিরোধী দলে থাকা আওয়ামী লীগের লাগাতার হরতাল, অবরোধ এড়িয়ে গিয়ে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করেছিল আজিজ কমিশন। পরে বাতিল হয়েছিল সেই নির্বাচন।