ঈদের ১০ দিন আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

সমকাল প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ২২:৩১

আসন্ন ঈদুল আজহার ১০ দিন আগেই শ্রমিকদের জুন মাসের বেতন ও পূর্ণ উৎসব ভাতা (বোনাস) পরিশোধের দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের নেতারা। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখা বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায়। পরে সেখান থেকে মিছিল বের করা হয়।


শ্রমিক নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে ঈদ উদযাপন নিয়ে হতাশায় রয়েছেন শ্রমিকরা। এমনিতেই শ্রমিকদের মজুরি কম। ঈদের আগে বাড়তি আয়ের জন্য তারা পোশাক কারখানায় অতিরিক্ত শ্রম দেন। কিন্তু মালিকপক্ষ বেতন-বোনাস নিয়ে ঈদের আগে কারখানায় সংকট তৈরি করে। বোনাস না দিয়ে কোনো কোনো কারখানায় বকশিশ দেওয়া হয়।



তারা বলেন, একদম শেষ মুহূর্তে শ্রমিকদের বেতন-বোনাস দিলে বাড়ি যাওয়ার তাড়ায় তারা কেনাকাটা করতে পারেন না। ঈদের অন্তত ১০ দিন আগে শ্রমিকদের পূর্ণ বোনাস ও জুনের চলতি বেতন পরিশোধের দাবি জানান তারা। এ নিয়ে মালিকপক্ষের গড়িমসির কারণে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে মালিক ও প্রশাসনই দায়ী থাকবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও