You have reached your daily news limit

Please log in to continue


মে মাসে ৪৯৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি

চলতি বছরের মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৭৬৯ জন।

একই সময়ে রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭ জন। নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮ জন এবং নিখোঁজ রয়েছে ৩ জন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই পরিসংখ্যান জানিয়েছে।

সংগঠনটির হিসাব অনুযায়ী, মে মাসে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৬৪টি দুর্ঘটনা ঘটেছে।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। মোট ১২১টি সড়ক দুর্ঘটনায় ১১০ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২৪টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন