কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপস

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১২:৩৫

গুগল ম্যাপসের আদলে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপস। এ জন্য কাজও শুরু করেছে অ্যাপল। নতুন এ সুবিধা চালু হলে ইন্টারনেট নেটওয়ার্ক ঠিকমতো না পেলে বা ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও অ্যাপল ম্যাপসের মাধ্যমে পথের দিকনির্দেশনা পাওয়া যাবে। এ বছরের শেষ নাগাদ আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের সঙ্গে অফলাইনে অ্যাপল ম্যাপস ব্যবহারের সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল।


ইন্টারনেট ছাড়া অ্যাপল ম্যাপস ব্যবহারের জন্য আগে থেকেই নির্দিষ্ট এলাকার ম্যাপ নামিয়ে রাখতে হবে। অর্থাৎ, এ সেবা ব্যবহারের জন্য আগেভাগে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে অ্যাপল ম্যাপস থেকে নির্দিষ্ট এলাকার মানচিত্র ফোনে সংরক্ষণ করে রাখতে হবে।


অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ম্যাপস থেকে একবার তথ্য নামানোর পর তা পরবর্তী সময়ে অফলাইনে দেখা যাবে। শুধু তা–ই নয়, নির্দিষ্ট এলাকার মানচিত্র নামানোর পর যেকোনো সময় আইফোনে ওয়াই-ফাই সংযোগ চালু করলে স্বয়ংক্রিয়ভাবে মানচিত্র হালনাগাদ হয়ে যাবে। ফলে সহজেই অ্যাপল ম্যাপসের মাধ্যমে গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও