ঈদের নকশায় ঢিলেঢালা পোশাক, দেখুন ছবি ও ভিডিও

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১০:০৭

পুরো দুনিয়াতেই এখন ঢিলেঢালা বা ওভারসাইজড পোশাক জনপ্রিয় এক ধারা। আরামদায়ক এ পোশাকগুলো গরমের জন্য আদর্শ। এ ধরনের পোশাকের আরেকটি সুবিধা হলো যেকোনো ধরনের শরীরের জন্যই এটি স্বস্তিদায়ক।


এ পোশাকগুলোতে একধরনের বিভ্রম তৈরি করা হয়। ভেতরের শারীরিক গঠন যা–ই থাকুক, বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকে না। আর ওভারসাইজড বা ঢিলেঢালা পোশাক যদি সঠিকভাবে পরা যায়, দেখতেও স্মার্ট লাগে।


গুচি, ব্যালেন্সিয়াগা, ক্লো এবং মোসচিনোর মতো ব্র্যান্ডও ফ্যাশন রানওয়েতে এ ধারার শার্ট, টিউনিক, স্কার্ট, প্যান্ট, জ্যাকেট তুলে ধরেছিল। ফ্যাশনের অনেক ধারাকে ভঙ্গ করেই যেন ঢিলেঢালা কাটের এই পোশাকগুলোর জন্ম হয়েছে। বিশ্ব ফ্যাশনের এই ধারাটিকেই দেশীয় পোশাকে উপস্থাপনের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও