You have reached your daily news limit

Please log in to continue


ইনটেলের ‘বাড়তি ভর্তুকির দাবি’ মানতে নারাজ জার্মানি

চিপ কারখানা নির্মাণের লক্ষ্যে ইনটেলের বাড়তি ভর্তুকি দাবি মানতে রাজি হননি জার্মানির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার।

রোববার ব্রিটিশ সংবাদপত্র ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে আসে, লিন্ডনার এর কারণ হিসেবে বলছেন, তার দেশ এক হাজার আটশ কোটি ডলার খরচের কারখানার জন্য বাড়তি ভর্তুকির খরচ বহন করতে পারবে না।

জার্মানিতে কারখানা স্থাপনের লক্ষ্যে ৬৮০ কোটি ইউরো (৭৩০ কোটি ডলার) সরকারী অনুদান পাওয়ার কথা ছিল কোম্পানিটির। তবে, বিদ্যুৎ ও নির্মাণ খরচ তুলনামূলক বেশি হওয়ায় এখন তারা এক হাজার কোটি ইউরো ( এক হাজার ৭৫ কোটি ডলার) দাবি করছে বলে প্রতিবেদনে লিখেছে সংবাদপত্রটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন