দেয়লিয়াত্ব থেকে বিশ্বসেরা: যেভাবে এসি মিলানের নায়ক বের্লুসকোনি
সমকাল
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৮:০১
লম্বা সময় ইতালির প্রধানমন্ত্রী ও এসি মিলানের প্রেসিডেন্টের পদে থাকা সালভিও বের্লুসকোনি সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
লিউকেমিয়ায় ভুগছিলেন বের্লুসকোনি। মিলানের সান রাফায়েলে হাসপাতালে ভর্তি ছিলেন। তিন সপ্তাহ আগে রক্তের বিরল ক্যানসার ধরা পড়ে তার। ফুসফুসের সংক্রমণও ছিল। তার মৃত্যুতে এসি মিলান গভীর শোক প্রকার করেছে।
বের্লুসকোনি এসি মিলানকে বিশ্বের সেরা ক্লাবে পরিণত করেছেন। শুধু এসি মিলান নয় ইতালির আধুনিক ফুটবলের অন্যতম নায়কও তিনি। যিনি বিশ্বাস করতেন- আধুনিক ফুটবলে সম্পদ এবং বিনিয়োগ খুব দরকার। এসি মিলানে বিনিয়োগও করেছিলেন তিনি। যার ফলে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগ হয়ে উঠেছিল ইতালি। ক্লাবের প্রতিদ্বন্দ্বীতার প্রভাব জাতীয় দলেও পড়েছিল। ইতালি ১৯৮২ বিশ্বকাপ জয়ের পর ১৯৯০ আসরে তৃতীয় ও ১৯৯৪ আসরে রানার্স আপ হয়েছিল।